Bandhu tv
অর্থনীতি ব্রেকিং নিউজ

হিলির জিরো পয়েন্টে ভারতীয় ট্রাক বিকল, আমদানি-রপ্তানি বন্ধ

জিরো পয়েন্টে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক বিকল হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ করেই ভারত থেকে আমদানি করা পাথরবোঝাই একটি ট্রাক জিরো পয়েন্টের গেটে বিকল হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, ভারত থেকে একটি পাথরবোঝাই ট্রাক জিরো পয়েন্ট এলাকা দিয়ে হিলি বন্দরে প্রবেশমুখে বিকল হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে। আমদানি-রপ্তানির জন্য রাস্তাটি একমুখী হওয়ায় প্রতিনিয়তই এ ধরনের সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতের প্রবেশ পথ (জিরো পয়েন্ট) থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত রাস্তা বেহাল অবস্থার কারণে প্রায় সময় ট্রাক বিকল হয়ে আমদানি-রপ্তানি ব্যাহত হয়। এতে করে বন্দরের ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে পড়েন।

Related posts

ডা. মুরাদ কি দেশে ফিরছেন?

admin

সেতুর ওপর সেতু!

admin

মঙ্গলগ্রহে মিলল পানির উৎস, মাটির নীচে রয়েছে ৩টি হ্রদ

admin

Leave a Comment

Translate »